দরশনে নয়ন নয়ন-শরে হানল ভুজে ভুজে বন্ধন ঝাঁপি।। অভরণ-হীন তনু তনু তনু পরশিতে বিপুল-পুলক-ভরে কাঁপি।। দেখ সখি ! রাধা-মাধব-রঙ্গ। রতি-রণ লাগি জাগি দুহুঁ যামিনী না হেরিয়ে জয়-ভঙ্গ।। ঘন ঘন চুম্বন দুহুঁ ভেল অচেতন অধর-সুধারসে মাতি। প্রেমতরঙ্গে তনু মন পূরল ডুবল মনমথহাতী।। বদনহিঁ গদগদ আধ আধ পদ মদন-মূরছন বাণী। দুহুঁ দুহুঁ মরমে মরমে ভাল সমুঝই গোবিন্দদাস […]
keyboard_arrow_right