তোহারি সংবাদে,জাগি মধু যামিনী,(গৌরী)। স্বামীক শয়ন সীম সঞে আওল গুরু দুরজন দিঠি চোরি।। মাধব চলইতে জনি বিলম্বাহ। কালিন্দীকুল কুঞ্জে কুলকামিনী ভামিনী তুয়া পথ চাহ।। একলি সঙ্কেত নিকেতনে বৈঠলি করতলে মুখশশী লই। তোহে বিন্দু ক্ষণহি জনু মানত যুগশত ঐছন সময় গোই।। হিয়া অভিলাষ হাস ক্ষণে রোয়ই ক্ষণহি ক্ষণহি মূরছান। তুয়া রস পরশ আশে অব জীয়ই গোবিন্দদাস […]
keyboard_arrow_right