চিকণ কালা, গলায় মালা, বাজন নুপূর পায়। চূড়ার ফুলে, ভ্রমর বুলে, তেরছ নয়ানে চায়।। কালিন্দীর কূলে, কি পেখলুঁ সই, ছলিয়া নাগর কান। ঘর মু যাইতে, নারিলুঁ সই, আকুল করিল প্রাণ।। চাঁদ ঝলমলি, ময়ুর পাখা, চূড়ায় উড়য়ে বায়। ঈষৎ হাসিয়া, মোহন বাঁশী, মধুর মধুর বায়।। রসের ভরে, অঙ্গ না ধরে, কেলিকদম্বের হেলা। কুলবতী সতী, যুবতি জনার, […]
keyboard_arrow_right