গোবিন্দ আওত গোধন সঙ্গে। যৈছন কমল নেহারয়ে দিনকর ঐছন ব্রজ-বধু রঙ্গে।। বেলি-অবসান হেরি যদুনন্দন বেণু পুরিতে ধেনু ফীরে। গহন-গুহা গিরি কাননে যত ধেনু মীলল যামন-তীরে।। চূয়া চন্দন গন্ধ চতুঃসম হেম-কলস দুঁহু পাশে। ধূপ দীপ সখি মঙ্গল গাওত শ্যাম-দরশ-রস আশে।। বনমালি-গলে বনমাল বিরাজিত তাহে নব ধাতু প্রকাশ। কুঞ্চিত অলক ভাল করি মীলিত বলিহারি গোবিন্দদাস।।
keyboard_arrow_right