গোঠে গোচর গূঢ় গোপাল। গাওয়ে গমকে গণ্ডকিরি গুর্জ্জরি গৌরি গোল গান্ধার।। গোপী-গোপ গবীগণ-গোপক গোকুল-গাম-বিহারি। গুঞ্জা গৈরিক গোরস-গরভিত গোরোচন-রুচি-ধারী।। গহন-গুহাগত গোচারণ-রত গো দোহন-গতি-কারী। গো-গিরিধারী গূঢ় গরবাইত গুরু-গৌরব-পরচারী।। গজ-গতি-গামি গান-গুণ-গুম্ফিত গগনে চরয়ে সুরবৃন্দ। গো-রস-গাহি গবীশ্বর-নন্দন গাওত দাস গোবিন্দ।।
keyboard_arrow_right