কুঞ্জর-বরগামিনী রাই কুঞ্জর-বরগামিনী। প্রেমতরঙ্গে, ভরল অঙ্গ, সঙ্গে বরজরমণী।। গগনমণ্ডল, অতি নিরমল, শারদসুখদ যামিনী। নীল বসন, হটক বরণ, ঝটকত ঘন দামিনী।। তানা নানা নানা, সুললিত বীণা, গান করত সজনী। ঝুনু রুনু রনু, ঝনক ঝনন, বোলত নূপুর কিঙ্কিণী।। যন্ত্র তন্ত্র তালমান, ধনী ধনী নবযৌবনী। রবাব পাখোয়াজ, বাজত মরুজ, ঠাম ঠমকি চলনি।। মিলল শ্যাম, নিকুঞ্জ ধাম, অনুপাম সুখমোহিনী […]
keyboard_arrow_right