কিবা শোভা রে মধুর বৃন্দাবনে। রাই কানু বসিল রতন সিংহাসনে।। রতনে নির্ম্মিত বেদী মানিকের গাঁথনি। তার মাঝে রাই কানু চৌদিকে গোপিনী।। হেমবরণী রাই কালিয়া নাগর। সোনার কমলে যেন মিলেছে ভ্রমর।। ললিতা বিশাখা আদি যত সখিগণ । আনন্দে দোঁহাররূপ করে নিরীক্ষণ।। দুই কান্ধে দুহুঁজন ভুজ আরোপিয়া। রাই বামে করি নাগর ত্রিভঙ্গ হইয়া।। ডালে বসি দুহুঁরূপ দেখে […]
keyboard_arrow_right