মধুময় সময় মাস মধু আওল তরু নব-পল্লব-শাখ। নব লতিকা পর কুসুম বিথারল মধুকর মৃদু মৃদু ডাক।। সহচরি দারুণ সময় বসন্ত। গোরা-বিরহানলে যো তনু জারল তাহে পুন দগধে দুরন্ত।।ধ্রু।। নব নদিয়াপুর নব নব নাগরি গৌর-বিরহ দুখ জান। নিজ মন্দির তেজি মোহে সমুঝাইতে তবু চিত ধিরজ না মান।। কাঞ্চন-দহন-বরণ অতি চীকণ গৌরবরণ দ্বিজরায়। যব হেরব পুন তব […]
keyboard_arrow_right