ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়া রে। বন্ধু শ্যাম কালিয়া, আইস প্রভু জগত বন্ধু রে।। নিষ্ঠুরজানিয়া মোরে নাযাইয়ো ছাড়িয়া। প্রাণরক্ষা কর মোর দরশন দিয়া রে।। প্রেমানলে অঙ্গ জ্বলে সহিতে না পারি। শ্রবণেতে শুনি বাজে মুকুন্দ মুররী রে।। প্রেমসুরে বাইয়ো বাঁশী রসিক বন্ধুয়া। অবুলার প্রাণী নেও সুরেতে টানিয়া রে।। পবনেতে বাইয়োবাঁশী ডাকি’ নামধরি। যৌবতী সবের তুমি […]
keyboard_arrow_right