শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা।। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা।। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। মনের সাধেতে সে চাঁদের রূপ নয়নে নয়নে থোব।। সই লো কহ না গৌর কথা। গোরার সে নাম, অমিয়ার ধাম, মূরতি পিরীতি দাতা।। গৌর শবদ গৌর সম্পদ সদা যায় হিয়ে জাগে। নরহরি দাস তাহার চরণে […]
keyboard_arrow_right