বেলি অবসানে ননদিনী সনে জল আনিবারে গেনু। গৌরাঙ্গ চাঁদের রূপ নিরখিয়া কলসি ভাঙ্গিয়া এনু।। কাঁপে কলেবর, গায়ে আসে জ্বর, চলিতে না চলে পা। গৌরাঙ্গ চাঁদের রূপের পাথারে সাঁতারে না পাই থা।। দীঘল দীঘল নয়ান যুগল বিষম কুসুম শরে। রমণী কেমনে ধৈরজ ধরিবে মদন কাঁপয়ে ডরে।। কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী যাহার অন্তরে জাগে। কুলশীল তার সকলি […]
keyboard_arrow_right