সঙ্কেত-কাননে যাই। শেজ বিছায়ল রাই।। শ্যাম-মন-মোহন-সাধা। বেশ বনায়ত রাধা।।ধ্রু।। চাঁচর চিকুর সঙারি। বেণি বনায়ল গোরি।। সীথঁহি সিন্দুর দেল। তিমিরে অরুণ উগি গেল।। সুললিত কুচ-যুগ মাঝে। মৃগমদ-পত্র বিরাজে।। অঞ্জনে নয়ন উজোর। শ্রুতি মণি-কুণ্ডল দোল।। নাসা-শিখরে সুভাতি। কনয়া-ঘটিত গজ-মোতি।। চিবুকহি মৃগমদ-বিন্দু। ঝলমল আনন-ইন্দু।। জগ-মন-মোহিনি বেশে। বৈঠলি কুঞ্জ-আবাসে।। চন্দ্রশেখর অনুমান। আজু ত মোহরি কান।।
keyboard_arrow_right