ভা-ভা ভাল হি সিস্-সিস্-সিন্দূর চ-চ-চন্দন-চাঁদ-পাশে। কুক্-কুক্-কুঙ্কুম বিব্-বিব্-বিন্দু কি রবি শশী রাহু গরাসে।। মম্―মম্-মাধব হে। য-য-যছু গেহে নিস্-নিশি বঞ্চলি কোক্ কোক্-কো ধনি সে।।ধ্রু।। গগ্-গগ্-গণ্ডহি চচ-চচ-চর্ব্বিত তাত্ তাম্বুল-রস লাগে।। বব্-বব্-বক্ষসি নন্-নন্-নখ-পদ কক্-কক্-কঙ্কণ দাগে।। জা-জা-জাগবে লোহিত লোচন অলসহি অবশ শরীরে। পপ্-পপ্-পদ-তল টট্-টট-টলবল হা হা হা থির-থীরে।। নিন্-নিন্-নিন্-নিল অম্বর কটি-তটে খক্-খক্-খসি পড়ে পাছে। শশ্ শশ্-শঙ্কর বরত না লেয়বি চন্দ্রশেখর […]
keyboard_arrow_right