শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর। গৌর প্রেমভরে গরগর অন্তর অবিরত অরুণ নয়নে ঝরু লোর।।ধ্রু।। পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত দিনকর নিকর নিন্দি বর জোতি। কুঞ্জরদমন গমন মনোরঞ্জন হসত সুলসত দশন জনু মোতি।। সিংহ গরব হর গরজত ঘন ঘন কম্পিত কলি দূরে দুরজন গেল। প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত জগজন পরম হরষ হিয় ভেল।। করুণা জলধি উমড়ি চলু চহুঁ […]
keyboard_arrow_right