হরিভূজকলিতমধুর মৃদুলাঙ্গা। তদমল মুখ শশিবিলসদপাঙ্গা।। রাধা ললিত বিলাসা। অধিরতি-শয়ন মজনি মৃদুহাসা।।ধ্রু।। অসকৃদুদদিত ঘন-পরিরম্ভা। খর নখরাঙ্কুশদিত কুচ-কুম্ভা।। স্মর-শর খণ্ডিত ধৃতিমতিলজ্জা। প্রেম-সুধা-জলধি কৃত মজ্জা।। সরভস-বলিত রদচ্ছদপানা। শ্রম-সলিলাপ্লুত বপুরপিধানা। কঙ্কণ কিঙ্কিণী ঝঙ্কৃত রুচিরা। পরিমল মিলিত মধুব্রত নিকরা।। মৃগমদ-রস-চর্চিতনব নলিনা। কৃতিধর তিমিত চিকুরাবৃত বদনা।। বল্লভ রসিক কলারস সারা। সফলী কৃত নিজ মধুরিক-ভারা।।
keyboard_arrow_right