সুখময় কাননে ফুটল মাধবী পরিমলে ভরল দিগন্ত। দূতীকো মধুর বচন মুখ মারুত মধুকরে কহল একান্ত।। মধুসূদন রসরঙ্গ। চলি চলি বিপিনকুঞ্জ গিরিগহ্বরে পাওল মাধবী সঙ্গ।।ধ্রু।। রস দরশাই যবহু বহু বারল চঞ্চল পল্লব হাতে। নহি নহি বচন—রচন সমুঝাওল পবন ধুনাওল মাথে।। বহু গুঞ্জরি বিনতি নতি করি করি মাধবী মধূপ মানাই। তব মধুপানে মনোরথ পূরল হরিবল্লভ সুখদাই।।
keyboard_arrow_right