কেশ কুটিল চঞ্চল অতি লোচন নাসা আঁতর ভিন। রাগী অধর দশন মলিনান্তর কুচমণ্ডল সুকঠিন।। সুন্দরি তুয়া নবযৌবন রাজে। মুঝ মন ধন সব মদন লুঠল সমুচিত কোই না কাজে।। ত্রিবলী মধত তাহে নীবি বান্ধল গভীর নাভি রহু গোই। ভারি জঘন রসনা রসে দুরমুখ পর দুখে দুখী নাহি কোই।। অতি সুকোমল চরণ কমলদল সুখদ সুরভি নিরমল। হরিবল্লভ […]
keyboard_arrow_right