সহজই মন্থর গতি জিতি কুঞ্জর আর তাহে ঘন আঁধিয়ার। প্রতিপদ নিরখি নিরখি তহি হোওব চলইতে চরণসঞ্চার।। সুন্দরি সমুচিত করহ শিঙ্গার। কানু-সম্ভাষণে শুভখন মানিয়ে পহিল রজনী-অভিসার।।ধ্রু।। নীলরতনগণ বিরচিত ভূষণ পহিরহ নীলিম বাস। ঘন মৃগমদে ভরু কনয় কলস কুচ যাহে শ্যাম অধিক উল্লাস।। গুপত বেকত কর কিঙ্কিণী নূপুর এ দুহু রহু মঝু পাশ। কেলিনিকুঞ্জ নিকটে পহিরাওব কহ […]
keyboard_arrow_right