ধনি ধনি রাধে আজি বনি। লাখ লখিমি নবলীলা লোভন ব্রজরমণীগণমুকুটমণি।। চিহ্নিত চারু চরণে মণিমঞ্জীর ঝুনুর ঝুনুর ঝুনু বাজে রসাল। প্রতিপদ গতি রতি মতি মতি মোহিত নখমণি উদিত বিধু করমাল।। পদতল অমল কমলদল কোমল ফুয়ল থল জলজাবলি বলিয়া। ধরণী বিভূষণ আকুল চিহ্নগণ অলিকুল বৈঠল ভুলিয়া।। সৌভগমদমণি কিঙ্কিণী ভাষিণী কিণিকিণি কামিনী কাহ্নসনে। পরশুরাম কহ ভুবন চতুর্দ্দশ পদনীরজরজ […]
keyboard_arrow_right