হরি নাকি যাবে মধুপুর। ছাড়িব গোকুলবাস জীবনে কি আর আশ বধভাগী হইল অক্রূর।। ছাড়িল গোকুলচন্দ পরাণে মরিবে নন্দ মরিবেক রোহিণী যশোদা। গোপীর মরণ দৈবে অনুমানে করি সবে সভার আগে মরিবেক রাধা।। আর না শুনিব বেণু আর না দেখিব কানু আর না করিব লাস বেশ। এমন বেথিত থাকে কানুরে বুঝায়্যা রাখে বিধি বিনে নাহি উপদেশ।। মথুরা […]
keyboard_arrow_right