পরশমণির সনে কি দিব তুলনা রে পরশ ছোঁয়াইলে হয় সোনা। আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া রে পরশ হইল কত জনা।। শচীন নন্দন বনমালী। এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই, গোরা মোর পরাণপুতলি।।ধ্রু।। গৌরাঙ্গচাঁদের ছাঁদে চাঁদ কলঙ্কী রে, এমন হইতে নারে আর। অকলঙ্ক পূর্ণচন্দ্র উদয় নদীয়াপুরে, দূরে গেল মনের আঁধার।। এ গুণে সুরভি সুর- তরু […]
keyboard_arrow_right