সৌন্দর্য্য অমৃতসিন্ধু তাহার তরঙ্গবিন্দু ললনার চিত্তাদ্রি ডুবায়। কৃষ্ণের যে নর্ম্মকথা সুধু সুধাময় গাথা কর্ণ তায় নদী হয়ে ধায়।। কহ সখি কি করি উপায়। কৃষ্ণেরদ মাধুরীছান্দে সর্ব্বেন্দ্রিয়গণে বান্ধে বলে পঞ্চেন্দ্রিয় আকর্ষায়।। নবাম্বুদ জিনি দ্যুতি বসন বিজুরী ভাতি ত্রিভঙ্গিম রম্যবেশ তায়। মুখ জিনি পদ্মচাঁদ নয়নকমল ফাঁদ মোর দিঠি আরতি বাঢ়ায়।। মেঘ জিনি কণ্ঠধ্বনি তাহে নূপুর কিঙ্কিণী মুরলি […]
keyboard_arrow_right