সজনি সই শুন গোরাঅপরূপ গাথা। বরজবধূর সঙ্গে বিলাস গোপনরঙ্গে ভুবন ভাসিল সেই কথা।।ধ্রু।। অঙ্গের সৌরভে কত মনমথ উনমত মধুকর ছলে উড়ি ধায়। রঙ্গণ ফুলের মালা হিয়ার উপরে খেলা কুলবতী মতি মূরছায়।। গৌরবরণ দেখি আর সব সেই সাখী বলন গমন অঙ্গছটা। গোকুলচাঁদের ছাঁদ পরতেকে ভুরুফাঁদ কুলবতী দুই কুলে কাঁটা।। কে আছে এমন নারী নয়ান-সন্ধান হেরি মুখচাঁদে […]
keyboard_arrow_right