রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন নানা যত্নে মিলন দোহাঁর। অন্যোন্য দরশনে বিবিধ বিকার গণে অঙ্গে পরে ভাব অলংকার।। বাম্য হর্ষ চপলতা নানা নর্ম্ম সুখকথা অঙ্গভঙ্গী ভ্রুনেত্র চালন। বংশী হৃতি ফাগু খেলা তবে কৈল দোলালীলা তবে মধুপান লীলাগণ।। তবে হৈল রতিলীলা তার পাছে অম্বুলীলা অঙ্গ বেশ ভোজন শয়ন। শুকপাঠ পাশা খেলা সূর্য্যপূজা আদি লীলা আনন্দসমুদ্রে নিমগন।। রাধাকৃষ্ণ সখী […]
keyboard_arrow_right