দুহুঁপ্রেম গুরু ভেল শিষ্য তনুমন। শিখায় দোঁহারে নৃত্য অতি মনোরম।। চাপল্য ঔৎসুক্য হর্ষ ভাব অলঙ্কার। দুহুঁমন শিষ্য পরে ভূষণের ভার।। সুজৃম্ভাদি উদ্ভাস্বর সুদীপ্ত সাত্ত্বিক। এই সব ভাব ভূষা রাধার অধিক।। অযত্নজ শোভা আদি সপ্ত অলংকার। স্বভাবজ বিলাসাদি দশ পরকার।। ভাবাদি অঙ্গজ তিন মৌগ্ধ্য চকিত। দ্বাবিংশতি অলঙ্কার রাধাঙ্গ ভূষিত।। নানা ভাবে বিভূষিত কহনে না যায়। এ […]
keyboard_arrow_right