জটিলা আসিয়া তবে কহয়ে সভারে এবে পুরোহিত আনহ যাইয়া। শুনি পুন কুন্দলতা হৈল অতি হর্ষচিতা সেইক্ষণে চলিলা ধাইয়া।। দেখ কৃষ্ণের অপরূপ লীলা। ধীর শান্ত কলেবর সাক্ষাৎ বিপ্র-বেশ-ঘর কেহ নাহি লখিতে পারিলা।।ধ্রু।। কুন্দলতা দেবী আসি কহয়ে বৃদ্ধারে ভাষি মাথুর দেশীয় গর্গছাত্র। ব্রহ্মচর্য্য সদা ধরে না দেখে অবলা করে আমার সাধনে আইলা মাত্র।। শুনি সেই হর্ষমতি করয়ে […]
keyboard_arrow_right