শ্রীকৃষ্ণভজন লাগি সংসারে আইলুঁ। মায়াজালে বন্দী হৈয়া বৃক্ষসম হৈলুঁ ।। স্নেহলতা বেঢ়ি বেঢ়ি তনু কৈল শেষ। কিড়ারূপে নারী তাহে হৃদয়ে প্রবেশ।। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। মাতাপিতাবিহঙ্গ উপরে বাসা করে।। বাড়িতে না পাইল গাছ শুকাইয়া গেল। সংসার দাবানল তাহাতে লাগিল।। এগুয়াও এগুয়াও মোর বৈষ্ণব গোসাঞি। করুণার জলে সিঞ্চ তবে রক্ষা পাই।। দুরাশা দুর্ব্বাসনা দুই […]
keyboard_arrow_right