নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী।। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড়দেশে। ডুবিল ভকতগণ দীন হীন ভাসে।। দীন হীন পতিত পামর নাহি বাছে। ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সভাকারে যাচে।। আবদ্ধ করুণাসিন্ধু কাটিয়া মুহান। ঘরে ঘরে বুলে প্রেমঅমিয়ার বান।। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে। আনল জ্বালি দিয়ে তার মাঝ মুখ খানে।।
keyboard_arrow_right