কি ভাব উঠিল মনে কান্দিয়া আকুল কেনে সোণার অঙ্গ ধূলায় লোটায়। ক্ষণে ক্ষণে বৃন্দাবন করে গোরা সোঙরণ ললিতা বিশাখা বলি ধায়।। রাধা-ভাব অঙ্গীকরি রাধার বরণ ধরি রাধা বিনে আন নাহি ভায়। সুরধুনীতীর বন দেখি মনে বৃন্দাবন যমুনাপুলিন বলি ধায়।। রাধিকা রাধিকা বলি ভূমে যায় গড়াগড়ি রাধা নাম জপয়ে সদায়। প্রেমরসে হইয়া ভোরা সঙ্কীর্ত্তন মাঝে গোরা […]
keyboard_arrow_right