সব সখিগণ মেলে দেব আরাধন ছলে কাননে চলিলা ধনী রাই। সহচরীগণ সনে কুসুম তোড়ই বনে যতনে হার নিরমাই।। বসিয়া মাধবীকুঞ্জ মাঝে। অন্তরে মিলিব আশে বাহিরে না পরকাশে অভিমান গরব বেয়াজে।।ধ্রু।। বুঝিয়া মরম আশ চলিলা নাগর পাশ পরম চতুরী প্রিয়সখী। যেখানে রসিকরাজ বসিয়া কুঞ্জের মাঝ বিরহে ঝরয়ে দুটি আঁখি।। তাহারে দেখিয়া কান পাইল পরাণ দান করযোড়ে […]
keyboard_arrow_right