সুখের নিধান দোহেঁ সুখ শেজ মাঝে। সুখরাতি বিলসিয়া সুখে শুতিয়াছে।। রসের মঞ্জরী রাই রসিক নাগর। রসে নিমগন রসালস কলেবর।। শ্যাম অঙ্গে অঙ্গ ঢালি রসবতী রাই। রসের আবেশে মাতি সুখে নিন্দ যাই।। আলী অলি পিকাবলি নিশবদে রহে। সরব-আনন্দ সুখময় রস কহে।।
keyboard_arrow_right