বন্ধু ইবে সে জানিলাম তোমা। দু-আঁখি থাকিতে নয়ানে আন্ধুয়া না চিন পিতল সোণা।। বন্ধু রজত ডারিয়া দূরে। আদর করিয়া রাঙ্গের পসরা তুলিয়া লৈয়াছ শিরে।। বন্ধু এমন হইলে কেনে। জগতে জানয়ে শ্রীমধুসূদন তাহা গেল এত দিনে।। বন্ধু হেন হৈলে কার বোলে। নবীন কমল দূরে পরিহরি মাতিলে শিমলি-ফুলে।। বন্ধু এ নহে উত্তম কাজ। ধনঞ্জয় বোলে কি আর […]
keyboard_arrow_right