কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান। অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন।। রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি। বুঝিতে নারিনু বঁধু তোমার পীরিতি।। ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর। পর কৈনু আপন, আপন কৈনু পর।। কোন বিধি সিরজিল সোতের সেঁওলি। এমত ব্যথিত নাই তাকে রাধা বলি।। বঁধু যদি তুমি মোরে নিদারুণ হও। মরিব তোমার […]
keyboard_arrow_right