কাহ্নাঞিঁক দেখি যত গোপ গোপীগণে। হরিয়েঁ হিয়লা তবেঁ সজল নয়নে।। কেহো দৃঢ় ভুজযুগেঁ কৈল আলিঙ্গন। কেহো ঘন ঘন তার চুম্বিল বদন।। হরষিত ভৈল সব যুবতীসমাজে। কালীয় সাপের মুখে জিলা দেবরাজে।।ধ্রু।। ততিখনে যশোদার দেব দামোদরে। তনে হৈতেঁ ঝরিআঁ পড়িল ক্ষীর ধারে।। বুইল দশ দিশ শূন্য ভৈল মোরে। চিরকাল জীউ পুত্র মোর গদাধরে।। নেহেঁ তবেঁ আকুলী রাধিকা […]
keyboard_arrow_right