সজনী, অপুরুব পেখল রামা। কনক-লতা অবলম্বন ঊঅল হরিন-হীন হিমধামা।। নয়ন নলিনি দও অঞ্জনে রঞ্জই ভৌঁহ বিভঙ্গ-বিলাসা। চকিত চকোর জোর বিধি বান্ধল কেবল কাজর পাসা।। গিরিবর-গরুঅ পয়োধর-পরসিত গিম গজ-মোতিক হারা। কাম কম্বু ভরি কনক-সম্ভু পরি ঢারত সুরধনি-ধারা।। পয়সি পয়াগে জাগ সত জাগই সোই পাবএ বহুভাগী।। বিদ্যাপতি কহ গোকুল-নায়ক গোপীজন অনুরাগী।
keyboard_arrow_right