বুঝিআঁ গোপীর মনে। আল। খণেক গুণিল কাহ্নে। ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে।। অনেক হয়িআঁ তখনে। বিলসিল গোপীগণে। যাহারে রমএ সেসি দেখে কাহ্নে।। আল। সব গোপীজন জাণে। মোএঁ সে পায়িলোঁ এ বনে শ্রীমধুসূদনে।।ধ্রু।। ফুটিল কুসুম পুঞ্জে। সরস ভ্রমর গুঞ্জে। এক এক নারি লআঁ এক এক কুঞ্জে।। চির মনোরথ পুরি। রসময় মন করী। বৃন্দাবন মাঝে রতি ভূঞ্জিল […]
keyboard_arrow_right