হিমকর মলিন নলিনগণ হাসউ অরুণ-কিরণ হেরি থোর। কোকিল বোল ভ্রমর কুল আকুল তেজল কুমুদিনি-কোর।। কৈছে ঘুমায়ত যুগলকিশোর। চোঙকি কহত শুক শারিক জোর। কিশলয়-শয়নে নিচল তনু শ্যামর মরকত কাঞ্চন গোরি। কিয়ে কুসুম-শর-তৃণ শুন ভেল কিয়ে দুহুঁ রতিরসে ভোরি।। সহচরি ছোড়ি মন্দিরে জনি যাওত জাগহ সুন্দরি রাধে। গোবিন্দদাস পহু শুনইতে কাতর কোন কয়ল রস বাদে।
keyboard_arrow_right