হরি হরি বড় দুখ রহল মরমে। গৌরকীর্ত্তনরসে জগজন মাতল বঞ্চিত মো হেন অধমে।।ধ্রু।। ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হৈল সেই বলরাম হইল নিতাই। দীন হীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই।। প্রভুর শ্রীচরণে রতি না জন্মিল কেনে না ভজিলাম হেন অবতার। দারুণ বিষয়বিষে সতত মজিয়া রৈলুঁ মুখে দিলুঁ জ্বলন্ত অঙ্গার।। এমন দয়ালু দাতা আর […]
keyboard_arrow_right