সেবয়ে সেবকগণ আনন্দে আকুল মন নেহসুখে পাসরে আপনা। রাম দামোদর বিনে আর কিছু নাহি জানে সেবাসুখে সতত মগনা।। আস্তে ব্যস্তে অলঙ্কার ঘুচাইল দোহাঁকার ভোজনের বসন পরাইয়া। চরণ পাখালি নীরে মোছিল পাতল চীরে ভোজন ভবনে যায় লইয়া।। রক্তক পবিত্র করি পাতে পিঁঢ়া সারি সারি পূরি ঝারি সুশীতল নীরে। রাম দামোদর আসি পিঁঢ়ার উপরে বসি বাপেরে বোলায় […]
keyboard_arrow_right