সুন্দরি আমারে কহিছ কি। তোমার পিরীতি ভাবিতে ভাবিতে বিভোর হইয়াছি।। থির নহে মন সদা উচাটন সোয়াথ নাহিক পাই। গগনে ভুবনে দশ দিগগণে তোমারে দেখিতে পাই।। তোমার লাগিয়া বেড়াই ভ্রমিয়া গিরি নদী বনে বনে। খাইতে শুইতে আন নাহি চিতে সদাই জাগয়ে মনে।। শুন বিনোদিনি প্রেমের কাহিনী পরাণ রৈয়াছে বান্ধা। একই পরাণ দেহ ভিন ভিন জ্ঞান কহে […]
keyboard_arrow_right