সহজই শ্যাম মনোহর ছান্দ। লীলারভস মনোহর ফান্দ।। তাহে কত বিশেবিশেষ পরিপাটি। হেমমণি রমণিক হৃদয়ক শাটি।। ধনি ধনি আওল মোহন রায়। ব্রজবণিতাগণ সঙ্গীত গায়।। ভালে বিলম্বিত চন্দ্রকচূড়। কত কত মধুকর উনমত ঊড়।। হিয়ে হিরহারক চন্দ্রক-জ্যোতি। জনু আন্ধিয়ার তলে গজমোতি।। কটিকিঙ্কিণি ধটি উপরে কাচ। জনু ঘন সৌদামিনি থির আছ।। চরণকমল মণিমঞ্জির বোল। শুনি জ্ঞানদাস আনন্দ উতরোল।।
keyboard_arrow_right