সঙ্কেত লাগি রজনি হম জাগরি সহচরি-গণ করি সঙ্গ। না জানিয়ে কাহে আজু বিঘটিত হোয়ল আন-আন রস-রঙ্গ।। সজনী নিশিক অবধি বহি গেল। হরি পরিণাহ কাহ পর সাজল মোহে দেই দারুণ শেল।। গুণ-মণি গুণহি লুবধ মন বান্ধল বিপরিত-সুরত-বিলাস। উচ-কুচ-কুঞ্চক বান্ধি হিয়া ঝাঁপল দেই বাহু-যুগ-পাশ।। দূতিক হাতে পাঁতি লিখি পঠায়লি কিশলয় কাজর-লোরে। গোবিন্দদাস পহু অবহু না আওল কি […]
keyboard_arrow_right