সখি হে ঐ দেখ গোরা কলেবর। কত চাঁদ জিনি মুখ সুন্দর অধর।। করিবর কর জিনি বাহু সুবলনী। খঞ্জন জিনিয়া গোরার নয়ন চাহনি।। চন্দনতিলক শোভে সুচারু কপালে। আজানুলম্বিত চারু নব নব মালে।। কম্বুকণ্ঠ পীন পরিসর হিয়া মাঝে। চন্দনে শোভিত কত রত্নহার সাজে।। রামরম্ভা জিনি ঊরু অরুণ চরণ। নখমণি জিনি পূর্ণইন্দু দরপণ।। বাসু ঘোষ বোলে গোরা কোথা […]
keyboard_arrow_right