শুন শুন শুন,সুজন কানাই,তুমি সে নুতন দানী। বিকি কিনির দান,গোরস জানিয়ে,বেশের দান নাহি শুনি।। সীথের সিন্দুর,নয়নে কাজর,রঙ্গন আলতা পায়। একি বিকির ধন,নারীর বেশন,তাহে কার কিবা দায়।। মণি অভরণ,সুরঙ্গ শাড়ী,কোন জন নাহি পরে। যদি দানের হেন গতি,তুমি ত গোকুলপতি,দান সাধিহ ঘরে ঘরে।। আমরা চলিতে,না জানি চাহিতে,সে কেনে তোমারে বাজে। গোবিন্দদাস কহে,কেমনে জানিবে,পরের মনের কাজে।।
keyboard_arrow_right