শারদ পূর্ণিমা ইন্দু মুখমণ্ডল তনু ঘনশ্যামরকাঁতি। নয়ন কমল অলি ভুরুযুগ ভঙ্গিম লাগি রহল মধু মাতি।। সজনি হেরলুঁ নাগর নন্দকিশোর। ভঙ্গিম আলসে অলপ অবলোকন তরলিত চিত ভেল মোর।।ধ্রু।। চন্দ্রক চারু চূড়ে বনি বনমাল মণ্ডিত মধুকরপাঁতি। চন্দন তিলক অলকা আধ ঝাঁপল হেরি নব ইন্দুক ভাঁতি।। হিয়ে মণিহার শ্রবণে মণিকুণ্ডল সহজই সুমুরতি সেহ। জ্ঞানদাস কহ ও রূপ হেরইতে […]
keyboard_arrow_right