লাখবাণ কাঁচা কাঞ্চন আনিয়া মিলিয়া বিজুরি-সমূহে। বিহি অতি বিদগধ অমিয়ার সাচে ভরি নিরমিল গৌর-সুদেহে। সজনী ইহ অপরূপ গোরা রাজে। রসময়-জলধি মাঝে নিতি মাজল সাজল লাবণি সাজে।। কোটি কোটি কিয়ে শরদ-সুধাকর নিরমঞ্ছল মুখ-চাঁদে। জগমন মথন সঘন রতি-নায়ক নাগরী হেরি হেরি কান্দে।। ঝলমল অঙ্গ-কিরণ মণি-দরপণ দীপ-দিপতি জিনি শোভা অতয়ে সে নিতি গোবিন্দ দাস মনে লাগল লোচন লোভা।।
keyboard_arrow_right