রীঝলি রাজ-নগর মাহা তোই। রঙ্গিণিসঙ্গে রঙ্গে মন মোই।। রসময় রাস-রসিক ব্রজ-নারি। রোই রোই তুয়া পন্থ নেহারি।। রাধা-রমণ রতন তুহুঁ দূর। রবিজা-রোধে রমণিগণ ঝুর।। রাকা-রজনি রজনি-কর-জাল। রোই রোই বোলত মরমক শাল।। ঋতুপতি-রাতি দিনহিঁ দিন-হীন। রসবতি জীবয়ে কৈছে রস বীন।। রতিপতি-রোখে রহিত রস-বেশ। রূপ নিরুপম রহ অবশেষ।। রসনা-রোচন শ্রবণ-বিলাস। রচই রুচির পদ গোবিন্দদাস।।
keyboard_arrow_right