রাধাশ্যাম নিকুঞ্জ মন্দির মাঝ। চৌদিকে ব্রজবধূ মঙ্গল গায়ত তেজি কূলভয় লাজ।। শরদ যামিনী, সুন্দর কামিনি, চঞ্চল লোচনে চায়। মদন-ভুজঙ্গমে রাই রে দংশল, ঢলি পড়িছে শ্যাম গায়।। কানু ধন্বন্তরি, রাই কোরে ধরি, ঔখদ চুম্বন দান। নাগর নাগরি যো রসে আগরি, দুহি দুহু একই পরাণ।। স্বর্গে বিদ্যাধরি, করজোড় করি, করতহি পুষ্পকি রাস। নানা যন্ত্র মেলি, বাজত মুরলি, […]
keyboard_arrow_right