রাধা মাধব কুঞ্জহি পৈঠল রতি-রণ-রঙ্গ রসালা। রণ-বাজন ঘন কোকিল-কলরব ঝঙ্করু মধুকরমালা।। সজনী হেরি দুহুঁ দিঠি ঝাঁপ। মনমথ-সমরে কুসুমশর কো কহ সোঙরি সোঙরি জিউ কাঁপ।। পহিলহি রাই নয়ন-শরে হানল আকুল কুঞ্জক রাজ। ভুজযুগ-বরুণ পাশে ধনী বান্ধল নিকরুণ হৃদয়ক মাঝ।। রোখলি রাই তাঁহি পুন হরি-উরে কুচ-কাঞ্চন-গিরি হান। সো গিরিধর খর নখরে বিদারল বিচলিত মানিনি মান।। শ্রম-ভরে দহুঁ […]
keyboard_arrow_right