রাইক শেষ দশা, শুনি ভগবতী, বৃন্দা সহ উপনীত। গুরুজন বোধি, তাহি ধনি লেওল, কালিন্দীকুল সমীপ।। শুনইতে ধাই, আওল মধুমঙ্গল, সঙ্গহি গোকুলবীর। চলইতে খলই, নয়ন জল ঢরকই, ঐছনে পাওল কুটীর।। কাতর কানুক, মুখ হেরি ভগবতী, গদগদ কহতহি ভাষ। বরজসুখাকর, রসিক মুকুটবর, কি কহব গোবিন্দদাস।।
keyboard_arrow_right